মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
“বছর ব্যাপী ফল চাষে, অর্থ পুষ্টি দুইই আসে ” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় ৩ দিন ব্যাপী ফলমেলা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে৷
মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পিতা কেটে ফলমেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, খানসামা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।