এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ৬টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ৬০ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করেন মানবিক ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, স্থানীয় সরকার বিভাগে চাহিদা প্রেরণ করা হয়েছিল। সে প্রেক্ষাপটে প্রাপ্ত বরাদ্দ থেকে এই বাইসাইকেল বিতরণের ফলে গ্রাম পুলিশরা সহজেই ও স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবে এবং ইউনিয়ন পরিষদের সকল জরুরী তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌছে দিতে পারবে।