এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ (বুধবার) বিকেলে পাকেরহাটস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সদস্য বৃন্দ, সরকার দলীয় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের উপজেলা শাখার নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, ২৯ মার্চ প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁও সফর এবং ২৪-২৬ মার্চ পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলীর খানসামায় সফর সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।