এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের জমকালো আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় দিবস পালন করা হয়েছে।

বুধবার (১৭মার্চ) সকালে পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। এরপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ ও আওয়ামী মৎস্যজীবি লীগের নেতাকর্মীবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বঙ্গবন্ধুর বিভিন্ন দূর্লভ চিত্র প্রদর্শনী করা হয়।

আলোচনা সভায় ভিডিও কলে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি।

উল্লেখ্য, সন্ধ্যায় আতশবাজি প্রদর্শিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *