এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
আগামী ১৫ জুন খানসামা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা।
তাঁরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, স্বতন্ত্র প্রার্থী দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ,জেলা পরিষদের সাবেক সদস্য শরিফুল আলম প্রধান, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আব্বাস আরেফিন।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার শাহিনুর প্রামাণিকের সঞ্চালনায় মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও রাশিদা আক্তার, ওসি কামাল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিকরুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, প্রার্থীগণ ও প্রার্থীদের প্রস্তাবকারী-সমর্থনকারীগণ।