মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : খাদ্য শষ্যের ভান্ডার হিসাবে খ্যাত দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে খানসামা অন্যতম। নানা প্রতিকূলতার মধ্যেও চলতি মৌসুমে রোপা আমন চারা লাগাতে ব্যস্ত সময় কাটাচ্ছে উপজেলার ৬টি ইউনিয়নের কৃষকেরা।
বর্ষার ভরা মৌসুম। মিলছেনা বৃষ্টি। মৌসুমের শুরুতেই অনাবৃষ্টির কারনে গভীর-অগভীর নলকুপ ও বিভিন্ন উপায়ে উপজেলার কৃষকেরা দূর্যোগ মোকাবেলা করে রোপা রোপন করছেন। এতে আমনের লক্ষ্যমাত্রা অর্জনে বিপর্যয় দেখা দিতে পারে বলে মন্তব্য করছে সংশ্লিষ্টরা।
ইতি মধ্যে যারা রোপা আমন লাগিয়েছেন তারা পড়েছেন বিপদে। অনাবৃষ্টির কারনে স্যালোমেশিন দিয়ে জমিতে সেচ দিচ্ছে। সেচ দেওয়ার পরেও আমন ক্ষেত পানির জন্য হা-হা-কার করছে। ফেটে চৌচির হয়ে গেছে।
অপর দিকে বৃষ্টির অভাবে পাট চাষিরা পাট কাটার পর জাক (পঁচাতে) দিতে পারছেন না। ফলে পাট গাট শুকে যাচ্ছে।
উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মতিউর রহমান মতি, মিস্টার আহম্মেদ, ইউনুস আলী, চকরামপুর গ্রামের কৃষক টংক চন্দ্র রায়, ছাতিয়ানগড় গ্রামের কৃষক মেম্বার রশিদুল শাহ্, চাকিনীয়া গ্রামের আমিনুল ইসলাম, পাকেরহাটের নিজাম, নুর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম সহ আরো অনেক কৃষকের সাথে কথা হলে তারা জানান, নানা প্রতিকূলতার মধ্যে বিভিন্ন উপায়ে আমরা রোপা রোপন করছি। এতে আমনের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশংকা করছি।