মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার জাতীয় মেধায় প্রথম স্থানকারী সুমাইয়া মোসলেম মিম তার স্বপ্নের চেয়েও বড়।আর এই বড়ত্ব তার মায়ের দোয়া বাবার পরিশ্রম নিজের অধ্যবসায়। আজ আমি এমন একটি মেয়ের কথা বলবো যিনি জাতীয় মেধায় প্রথম স্থানকারী। তিনি হলেন ডুমুরিয়া কলেজের প্রভাষক মোসলেম ঊদ্দিনের মেয়ে। তিনি ডুমুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এস এস সি ও খুলনা সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে এইচ এস সি পাস করে। ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।এতে প্রথম স্থান দখল করেছে সেই মেয়েটি যার নাম সুমাইয়া মোসলেম মিম। ৫ই এপ্রিল মঙ্গলবার দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় স্বাস্থ্য মন্তী জাহিদ মালেকের উপস্থিতিতে এ ফলাফল প্রকাশ করা হয়। মীমের প্রাপ্ত নম্বর হচ্ছে ৯২.৫। এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৭৯ হাজার ৩৩৯ জন।পাশের হার শতকরা ৫৫ দশমিক ১৩ ভাগ।এবারের ফলাফল অনুযায়ী সরকারী কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে ১ হাজার ৮৮৫ জন ছাত্র এবং ২ হাজা ৩৪৫ জন ছাত্রী। এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ইতিহাস রেকর্ড সংখ্যক ভর্তিইচ্ছুক আবেদন করেছেন। মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন।প্রতি আসনের বিপরীতে লড়ছে ৩৩ জনের ও বেশি পরীক্ষার্থী। মীমের কাছে অনুভূতি চাওয়া হলে তিনি বলেন” আমি আমার সেবা দিয়ে ডাক্তাররা কসাই শব্দটি মুছে ফেলতে চাই,ডাক্তারি পেশা সেবামূলক পেশা।