মনিরুল ইসলাম উপজেলা প্রতিনিধি:
মানব বন্ধন ও সমাবেশে আনা বিভিন্ন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খুলনার দাকোপের তিলডাঙ্গা ইউনিয়নের প্রনব কবিরাজ। শনিবার বেলা ১১ টায় দাকোপ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় প্রনব কবিরাজ দাবী করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জের হিসাবে গত ৫ নভেম্বর খোনা গেট এলাকায় প্রতিপক্ষ আকরাম গংরা আমার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মিথ্যা অভিযোগ এনেছে। তিনি বলেন আমি কোথাও সাম্প্রদায়িক ইস্যুনিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ করিনি। খোনা মৌজায় লীজ নিয়ে ধান ও মাছ চাষ করা আমার ভোগ দখলীয় সম্পত্তি আকরাম গংরা আমাকে উচ্ছেদ করে জবর দখলে নেয়। আমি সেই অবৈধ দখল মুক্ত করার দাবী জানিয়ে প্রশাসন ও মানবাধিকারের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছি। প্রতিপক্ষরা বিষয়টিকে ভিন্নখাতে নিতে মানব বন্ধনের নামে সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমল ঢালী ও শ্যামল মিস্ত্রি।