বিশেষ প্রতিনিধিঃ
খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রদলকর্মী আবদুল্লাহ আল ফয়সাল শিপলু মোল্লাকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর দেয়ানার নিজ বাসা থেকে শিপলুকে ডেকে নেয় দুর্বৃত্তরা। পরে তাঁকে কুপিয়ে ফেলে রেখে যায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিপলু মোল্লা দেয়ানার বাবু মোল্লার ছেলে। তাঁর চাচা কবির মোল্লা খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর।
নিহতের বাবা বাবু মোল্লা এ ঘটনার জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান ও তাঁর ভাই বিপ্লবকে দায়ী করেন। তিনি বলেন, হাসানরা ১০ ভাই। তাঁরা এলাকায় খুবই প্রভাবশালী। বিপ্লব নগরীতেই পুলিশে চাকরি করে।
এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঢাকাস্থ খালিশপুর ফোরামের উপদেষ্টা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব, ঢাকাস্থ খুলনা সমিতির আজীবন সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, পবিত্র রমজান মাসেও দুর্বৃত্তরা নৃশংসভাবে দৌলতপুর ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্রনেতা আব্দুল্লাহ আল ফয়সাল শিপলুকে নৃশংসভাবে হত্যা করল। এই হত্যার সাথে সরাসরি বর্তমান শাসকদলের প্রভাবশালীরা জড়িত পরিবার থেকে অভিযোগ করলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
তিনি বলেন, এর আগেও ফুলতলা উপজেলার সাবেক জনপ্রিয় চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মিঠুকে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করেছে। সেই হত্যাকারীরাও এখনো গ্রেফতার হয়নি। বর্তমান সরকার নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে গুম-খুন ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। সম্প্রতি ন্যাক্কারজনকভাবে পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ একটি প্রতিনিধি দল পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য রাঙামাটির উদ্দেশ্যে রওনা হলে পথে তাদের উপর ন্যাক্কারজনক হামলা করা হয়। এই হামলায় বিএনপির মহাসচিবসহ ৬ জন রক্তাক্ত হলেও চিহ্নিত শাসকদলের কাউকেই এখনো গ্রেফতার করা হয়নি। অথচ বর্তমান সরকার বারবার নিজেদেরকে গণতান্ত্রিক সরকার হিসেবে বিশ্ববাসীর কাছে দাবি করে। গণতন্ত্রের যদি এই নমুনা হয় তাহলে দেশে সাধারণ মানুষ কিভাবে শান্তি ও স্বস্তি ফিরে পাবে। তিনি অবিলম্বে শিপলু হত্যার খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি করেন।