এইচ,এম ইমরান, ঝিনাইদহ থেকে :
ঝিনাইদহের শৈলকুপায় বাসের ছাদ থেকে পড়ে মিথুন (১৭) নামের একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার মালিপাড়া গ্রামের মিন্টুর ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার বারইপাড়া নামকস্থানে।
জানা যায়, শনিবার ঝিনাইদহ সিটি কলেজ মাঠে শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় বনাম কালীগঞ্জ ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখে ঝিনাইদহ থেকে বাসের ছাদে চেপে শৈলকুপার উদ্দেশ্যে রওনা হয় মিথুন। শৈলকুপার বারইপাড়া নামক স্থানে পৌছলে বাসের ছাদে থাকা মিথুন রাস্তার পাশের গাছের ডালে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রের্ফাড করে। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মৃত্যু বরণ করে।
শৈলকুপা থানার এস,আই ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।