কবি -প্রবীর রায়
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
এলো সোনার চাঁন
আদর করে নাম রাখিল
মুজিবুর রহমান।
কেউবা ডাকে শেখ সাহেব
কেউবা ডাকে খোকা
কেউবা ডাকে বীর সন্তান
যাবেনা একে রোখা।
ঢাকা কলেজে পড়ার সময়
হলো খোকার জেল
জেলে বসে খোকা বাবু
খেলায় নানান খেল।
ছাত্র জনতা মেনে নিলো
মুজিব মোদের গুরু
আঙুল উঁচিয়ে মুজিব বন্ধু
লড়াই করল শুরু।
বাঘের মত চোখ রাঙিয়ে
সিংহের মত গর্জন
পাক হানাদের হটিয়ে দিল
করল সবই বর্জন।
বঙ্গবন্ধু মুজিবুর রহমান
পেলো বীরের বেশ
আমরা পেলাম বাংলা ভাষা
পেলাম বাংলাদেশ।