কুড়িগ্রাম প্রতিনিধিঃ
৩০ডিসেম্বর বুধবার সকালে গণতন্ত্র হত্যার প্রতিবাদে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম শহরের সিএন্ডবি মোড়ে জেলা বিএনপির সহসভাপতি সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল,সহ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, মোল্লা দুলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রজব আলী, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে জনগণকে শরীক হওয়ার জন্য আহবান জানান।