ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধে পক্ষে স্বাধীনতার পক্ষে নৌকার পক্ষে সালাম জানাতে শনিবার উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে চাঁপাইনবাবগঞ্জ জেলা আলীগ সিনিয়ার সহ সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও আগামী নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশিত জিয়াউর রহমান গণসংযোগ করেছেন। সকাল ৯টার সময় জামবাড়ীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেন ১ নং ওয়ার্ড পর্যন্ত। তিনি প্রথমে বড় জামবাড়ীয়ার বিভিন্ন মহল্লাহ, বাজার, শিক্ষা প্রতিষ্ঠানে নৌকার সালাম জানান। পরে ছোট জামবাড়ীয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, জামবাড়ীয়া ডিগ্রী কলেজ, জামবাড়ীযা সরকারী উচ্চ বিদ্যালয় এবং পর্যায়ক্রমে জামাড়ীয়া সঃ প্রাঃ বিদ্যায়ল, বড়গাছী বাজার, জামবাড়ীয়া মাদরাসা, ফতেপুর উচ্চ বিদ্যালয়, কৃষ্ণপুর সঃ প্রাঃ বিদ্যালয়, মান্নুমোড়, খাসপাড়া মোড়সহ বিভিন্ন অলিগোলিতে আলীগ সকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগ করেন এবং হান্ডবিল বিলি করেন। এ সময় তার সাথে ছিলেন, ভোলাহাট উপজেলা আলীগ শাখার যুগ্ম সম্পাদক রবিউল আওয়াল, জামবাড়ীয়া ইউনিয়ন আলীগ সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরন, যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য আব্দুস সামাদ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সুরুৎ জামাল, সহ সভাপতি নিশাত, কৃষকলীগ আহবায়ক মির কাদেম, যুগ্ম আহবায়ক ঝুমুর আলী, রহনপুর পৌর আলীগ সাংগঠনিক সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তিনি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গণসংযোগ করেছেন।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে গণসংযোগকালে সরকারের উন্নয়নের হান্ড বিল বিতরণ করছেন সাবেক এমপি ও এমপি মনোনয়ন প্রত্যাশি জিয়াউর রহমান।