মোহাম্মদ নাজমুল হুদা মানিক।।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ হতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন খান ফাউন্ডেশনের উদ্দ্যোগে অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাগলা থানার নগুয়ারী ইউনিয়নের মুক্তিযুদ্ধা বাজারে গত পরশু শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন খান ফাউন্ডেশনের সভাপতি ও আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন খান সাহেবের পরিবারবর্গ ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্বা কেরামত আলী সহ সকল সম্মানিত মুক্তিযোদ্ধা গন উপস্থিত ছিলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা পরিবার সহ অসচ্ছল ও অসহায়দের মাঝে পাঁচশত শীতবস্ত্র বিতরণ করা হয়।