ঝালকাঠি প্রতিনিধি : পরিবার পরিকল্পনা গর্ভকালীন ,প্রসব,প্রসবোত্তর, নবজাতক, শিশু কিশোর কিশোরী, প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি সেবা বিষয়ক উঠান বৈঠক বুধবার ১৩ ই ডিসেম্বর বিকেল ৪ টায় ঝালকাঠি শহরের পালবাড়িতে অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামাল শরিফের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম উপপরিচালক পরিবার পরিকল্পনা ঝালকাঠি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী,
শুকলাল বৌদ্ধ সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা ঝালকাঠি,
শিল্পী হালদার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝালকাঠি, এছাড়া এলাকার প্রায় ১০০ নারী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শহিদুল ইসলাম বলেন প্রতিদিন আমরা ৪/৫ কালারের সবজি খাবো।এতে শরিরের ক্যালসিয়াম তৈরি হবে।তিনি আরো বলেন আয়োডিন যুক্ত লবন রান্না ঘরে গরম জায়গায় মুখ খুলে রাখবো না।
আয়োডিন গরমের তাপে উরে যায়।
অনুষ্ঠান শেষে কিশোরী ও নারীদের মাঝে বিনা মূল্যে ঔষধ দেওয়া হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন ঝালকাঠির পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মামুন সিকদার