শেখ মোঃ সাইফুল ইসলাম নিজস্ব সংবাদদাতাঃ।

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে
গাইবান্ধায় বাস শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান।

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে রোববার গাইবান্ধায় বাস শ্রমিকদের বিক্ষোভ মিছিল, পালিত করেছে জেলা বাস শ্রমিক।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এই বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গন্তব্য স্থানে ফিরে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, সাধারণ সম্পাদক জামিনুর রহমান জামিন ও গাইবান্ধা ট্রাক-ট্যাকলড়ি-কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিম।

বক্তারা বলেন, দোকানপাট, শপিংমল খোলা রয়েছে, গণপরিবহন ছাড়া সব পরিবহন চলছে।

অথচ আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় গণপরিবহনের শ্রমিকরা চরম কষ্টে দিনাতিপাত করছে।

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে গণপরিবহন চালুর দাবি জানান তারা।

এদিকে, একই দাবিতে আগামী ৪ মে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবে, জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন