শেখ মোঃ সাইফুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ।
গাইবান্ধার সাঘাটা পশ্চিম পবনতাইড় গ্রামের মমিন নামের এক বছর বয়সী এক শিশু আঙ্গিনায় খেলতে গিয়ে ধান ভেজানোর কাজে ব্যবহারীত চাড়ির পরিত্যক্ত পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
সে ওই এলাকার আমিরুল ইসলামের পুত্র,
আজ ৩০মে রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর মা জানায়, আমি একজন ভ্যানচালকের স্ত্রী। চার সন্তান নিয়ে অতিকষ্টে অন্যর বাড়িতে বিভিন্ন কাজ করে থাকি।
ঘটনার কিছুক্ষন আগে আমার শিশু ছেলেটি আঙ্গিনার মাঝে কিছু গ্রামীন খেলনা খেলতে দিয়ে সন্তানের মুখে একমুঠো ভাতের জন্য বাড়ির পাশে অন্যের ধানমাড়াই কাজে গিয়েছিলাম।
কাজ শেষে বাড়ির আঙ্গিনায় এসে শিশুটি কোথায় জিজ্ঞেস করলে পরিবারের বাকি সদস্যরা জানান শিশু মমিনতো আঙ্গিনায় নেই।
পরে পরিবারের লোকজন শিশুটিকে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে চাড়ির
পরিত্যক্ত পানি থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত মলে ঘোষণা করে।