শেখ মোঃ সাইফুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ।
গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে রাব্বি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
২ মার্চ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গাইবান্ধা সদর উপজেলার মাঠবাজার নামক স্থানে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে।
নিহত শিশু রাব্বি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের মাঠবাজার গ্রামের দিনমজুর মকছুদ মিয়ার ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মোশতাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, শিশু রাব্বি তার খেলার সঙ্গীদের সাথে পুকুরপাড়ে খেলছিল।
এদিকে শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় রাব্বির উপস্থিতির বিষয়টি টের পাননি। দীর্ঘ সময় অতিক্রম হওয়ার পর রাব্বি বাড়ি না ফেরায় তাকে খুঁজতে গেলে তার সাথের বাচ্চারা রাব্বি পুকুরে নেমে আর উঠতে পারেনি বলে জানান।
এসময় পাশের বাড়ির এক মহিলা রাব্বিকে পুকুরের কোণায় শিশুটিকে ভেসে থাকতে দেখে রাব্বির পরিবারকে খবর দেন।
পরে স্থানীয়রা পুকুর থেকে রাব্বির ভাসমান দেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই রাব্বির মৃত্যু নিশ্চিত হন।
এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয় শিশুটির পরিবার ও স্থানীয়দের মাঝে।