শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ।

গাইবান্ধায় মাদক মামলায় বাস সুপার ভাইজার-কে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এই দণ্ডাদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক দিলীপ কুমার ভৌমিক।

মামলা সুত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ নভেম্বর গাইবান্ধা থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাস” নওশা পরিবহন ” গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এসময় বাসের পিছন সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাঁচটি পলিথিনের প্যাকেটে ৪৩০ গ্রাম হেরোইন উদ্ধার করে,
হেরোইন বহনের অভিযোগে বাসের সুপার ভাইজার শ্রী রবি দাস কে আটক করে বিডি পুলিশ।

পরের দিন রবি দাসকে আসামী করে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. সাজু মিয়া।

স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন এবং রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের যুক্তিতর্ক শেষে আসামী শ্রী রবি দাসের উপস্থিতিতে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ (১) ধারার ১(খ) টেবিলে আসামী রবি দাসকে মৃত্যুদন্ডাদেশ এবং সেই সাথে এক লক্ষ টাকা জরিমানা করে এ আদেশ দেন বিজ্ঞ বিচারক দিলীপ কুমার ভৌমিক।

দণ্ডাদেশ পেয়ে আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙ্গে পড়েন তার পরিবার ও আত্মিয় -স্বজন। উল্লেখ্য দন্ডপ্রাপ্ত আসামী শ্রী রবি দাস বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারা গ্রামের মৃত বেচু রাম দাসের পুত্র।

মামলার রায় শোনার পর আসামীর স্বজনেরা কোট চত্তরে কান্নায় ভেঙ্গে পড়েন।এ সাক্ষাৎকার প্রদান করেন – রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর-পিপি ফারুক আহম্মেদ প্রিন্স ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *