কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবলু মিয়া (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে পৌরসভার বদলীপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত এবারত আলীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে তিন সন্তানের জনক বাবলু মিয়া প্রতিবেশী আতাউর রহমানের বসতবাড়ী সংলগ্ন ইউক্যালিপটাস গাছের ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছের ডাল বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ হলে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। পরে গাছেই মারা গিয়ে ঝুলে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে নিচে নামান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।