পুনম শাহরীয়ার ঋতু,ঢাকা:
গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রের মৌচাক মোল্লাবা‌ড়ি এলাকায় স্ত্রী‌কে গলা‌কে‌টে হত‌্যা ক‌রে‌ছে তার স্বামী । ঘটনার পর থে‌কে স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক র‌য়ে‌ছে । নিহত ঝর্ণা বেগম ফুলী টাঙ্গাই‌লের গোপালপুর থানার চাঁনপুর গ্রা‌মের জাহাঙ্গীর মিয়ার স্ত্রী । নিহত ফলী মৌচাক মোল্লাবা‌ড়ি এলাকার সাইদুর রহমান মোল্লার বা‌ড়ি‌তে ভাড়ায় থে‌কে স্থানীয় কোকোলা ফুড প্রোডাক্টস লি‌মি‌টেড কারখানায় চাকুরী কর‌তো । স্বামী বেকার থাকায় প্রায় দুইজ‌নের ম‌ধ্যে ঝগড়া হ‌তো ব‌লে জানায় স্বজনরা । গতরা‌তে প্রতিদি‌নের ম‌তে ভাড়াবাসায় স্বামী-স্ত্রী দুইজ‌নে ঘু‌মি‌য়ে প‌ড়ে । রা‌তে কোন এক সময় ঘুমন্ত অবস্থায় চাকু দি‌য়ে গলা‌কে‌টে হত‌্যার পর পা‌লি‌য়ে যায় স্বামী । বুধবার সকা‌লে ঘুম‌তে দে‌রি‌তে ওঠায় পা‌শের ভাড়া‌টিয়ারা ডাক দি‌তে গি‌য়ে ফু‌লির গলাক‌াটা মর‌দেহ দেখ‌তে পায় । স্থানীয়রা পু‌লি‌শে খবর দি‌লে লাশ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠায় । মৌচাক ফা‌ড়ি ইনচার্জ প‌রিদর্শক ম‌নিরুজ্জামান জানান, নিহ‌তের লাশ উদ্ধার ক‌রে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে । স্বামী গ্রেফতা‌রের চেস্টা চল‌ছে ব‌লেও জানান তি‌নি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *