মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলার আদর্শ সাবগাড়ী বাজারে আগামী রবিবার গ্রামীণ মেলার নামে জুয়া,অশ্লীল নাচ গানের আয়োজন করা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় জুয়া,অশ্লীল নাচ গানের জন্য মঞ্চ তৈরি হচ্ছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, স্থানীয় কিছু অসাধু লোকজন নিজ সার্থ হাচিলের লক্ষে এই আয়োজন করছে। আদিম যুগ থেকে এই মেলার শুরু। প্রতি বছর এই দিনে গ্রামীন মেলা হয়। যেখানে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। মেলায় ঘোরাঘুরি করে নাগরদোলায় চরে অনেক মজা পায় এবং বাড়ি ফেরার পথে মেলায় থেকে অনেক কিছু ক্রয় করে নিয়ে যায় মনের খুশিতে। কিন্তু গ্রামীন মেলার নামে যদি জুয়া,অশ্লীল নাচ গান হয় তাহলে আমাদের এই মেলার বদনাম হবে এমনকি এলাকার যুব সমাজ ধংস হবে। নষ্ঠ হবে আশপাশের পরিবেশ।
স্থানীয় ০২নং বিয়াঘাট ইউপি চেয়ারম্যান প্রভাষক মো.মোজাম্মেল হক জানান,নির্বাচনী এলাকায় গ্রামীন মেলার নামে জুয়া,অশ্লীল নাচ গান কোন ভাবেই চলতে দেওয়া হবে না।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান,আমি এ বিষয়ে আগে জানতাম না। আপনার কাছ থেকে জানলাম। যদি এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেটা আমরা প্রতিহত করব।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ শ্রী দিলীপ কুমার দাস কে দুুই বার ফোন দেওয়ার পরেও তিনি ফোন রিসিভ করেন নি।