এজি লাভলু, ঢাকা ব্যুরো চিফ: ২ নভেম্বর ২০২২ ইং বুধবার গোপালগঞ্জের কোটালিপাড়ার চাংপাং চাইনিজ রেষ্টুরেন্টে মোস্তফা কামাল সাধারণ সম্পাদক ঘাঘড় বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতিত্বে কৃষিবিদ সীডের রিটেইলার মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত কৃষিবিদ সীডের রিটেইলার মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ নিটল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কোটালিপাড়া, গোপালগঞ্জ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ সাজ্জাদ ফেরদৌস শিশির সিনিয়র জিএম কৃষিবিদ সিড লিমিটেড।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কর্মকর্তা বলেন, কৃষিবিদ গ্রুপের সকল পণ্যই ভালো মানের, মানসম্মত এবং বাজার সেরা এবং আমি বিশ্বাস করি কৃষিবিদ সীডের মানসম্মত বীজ চাষ করে কৃষকেরা লাভবান হবেন। তিনি তার বক্তব্যে আরও বলেন, ধান উৎপাদনের জন্য এক ইঞ্চি জায়গা ফেলে রাখা যাবে না। সবজায়গা চাষের আওতায় আনতে হবে। তিনি রিটেইলার ভাইদের কৃষিবিদ সীডের বীজ বিক্রয় এবং কৃষক ভাইদের এই বীজ চাষাবাদের আহবান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন মোঃ রাজিব খান জোনাল সেলস ম্যানেজার (যশোর)। অনুষ্ঠিত রিটেইলার মিটিং উপস্হাপনা করেন আঃ রহমান সোহাগ সিনিয়র সেলস অফিসার।