নিজস্ব প্রতিবেদকঃ শেখ মোঃ সাইফুল ইসলাম।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের দুটি পৃথক অভিযানে ২০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ একজন মাদককারবারিকে আটক করে ।

থানা পুলিশ সুত্রে জানায়,গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার, এ এসআই মুশফিক ও জহিরুলদের সমন্বয়ে গঠিত ১টি টিম নিয়মিত চেকিং এর সময় গোবিন্দগঞ্জ- বগুড়া মহাসড়কের মায়ামণি হোটেলের দক্ষিণ পার্শ্বে বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে আসামি ১। নাহিদ (২২) পিতা-মন্টু সাং- মহরকয়া থানা- লালপুর জেলা- নাটোর। শরীর তল্লাশি করে বডি ফিটিং অবস্থায় ২০ বোতল ফেন্সিডিল সহ আসামি নাহিদকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

অপর অভিযানে একই টিম একই স্থানে রাত ০৮.০০ টার সময় রংপুর হতে রাজশাহীগামী পথের সাথী বাসের ব্যাংকার হতে মালিক বিহীন একটি স্কুল ব্যাগে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল ও গাঁজার আনুমানিক মুল্য একলক্ষ টাকা।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন আসামি নাহিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু হয়েছে।৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন