জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১নভেম্বর। উক্ত নির্বাচনে গোবিন্দগঞ্জ ক্রিকেট ক্লাব সমিতি সাবেক সাংগঠনিক সম্পাদক, একতা ক্রিকেট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নিরাপদ “সড়ক চাই” ছাতক উপজেলা কমিটির সদস্য ছায়াদ মিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একজন সাধারন সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেব ওয়ার্ডবাসী সকলের দোয়া, সহযোগিতা ও ভোট কামনা করেছেন। তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে দেয়া এক কার্দিয়াল ছায়াদ মিয়া বলেন, আমি শাষকের ভূমিকা নয় -? একজন সেবক হিসেবে ওয়ার্ডের সকল জনগণের ভালবাসা নিয়ে আমার পথ চলা। সাধারন মানুষের ন্যায্য দাবী আদায়ে আমি আজীবন চেষ্টা করে যাব। সকলের সূ-পরামর্শকে কাজে লাগিয়ে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক ও মডেল ওয়ার্ড হিসেব গঠন করতে চাই। এলাকার উন্নয়নে সুষম বণ্টন নিশ্চিত করে জনকল্যাণে এগিয়ে আসতে সকলের সহযোগিতা কামনা করে তিনি আরো বলেন, জনগণের দোয়া ও ভালবাসাই আমার কাম্য। আমি নির্বাচিত হলে অসহা গরীব দুঃখী মানুষের পাশে থেকে সমাজের উন্নয়ন কাজ করার চেষ্টা করব । ইউনিয়ন ও ওয়ার্ডবাসী সকলের মায়া-মমতা ও ভালবাসা নিয়ে আগামীতে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদকে একটি দৃষ্টি নন্দন, আধুনিক, প্রযুক্তি নির্ভর ও মডেল ইউনিয়ন পরিষদে তৈরি করতেও কাজ করে যাবব ইনশাআল্লাহ। আমার ওয়ার্ডের সকল মুরব্বিয়ান ও যুবসমাজের আন্তিরক সহযোগিতায় আমার কর্ম পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে।সকলের সহযোগিতা, দোয়া ও ভোট কামনা করেছেন তিনি।