মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
মডেল মারিয়া ননী। টিকটক করে এরইমেধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন। হয়েছেন বিভিন্ন পণ্যের মডেল। করেছেন বিজ্ঞাপন চিত্র ও নাটকে কাজ। এবার বিস্কুটের একটি বিজ্ঞাপনের মডেল হলেন তিনি। সম্প্রতি লেক্সসাস ও সল্ট বিস্কুটের ফটোশুটে অংশ নেন ননী। গৌতম সাহার কোরিওগ্রাফিতে চিত্রগ্রাহকের কাজ করেন ফাহিম ইসলাম দীপ। ননী বলেন, কাজটি বেশ উপভোগ করেছি। গৌতম দাদা অনেক অন্তরিক। যত্নসহকারে কাজটি করেছেন তিনি। ফটোশুটটি দারুণ হয়েছে।
সংগীতশিল্পী ইমরানের গাওয়া ‘আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা’ গানে এই শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন মারিয়া ননী। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এদিকে কোরিওগ্রাফার গৌতম সাহা অভিনীত ওপার বাংলার দুটি সিনেমার শুটিং শেষ করেছেন ননী, যা এখন মুক্তির অপেক্ষায়।