গৌরনদী (বরিশাল) সংবাদদাতাঃ
৪৫ লাখ টাকায় ২৮ শতক জমি ক্রয় করে ওই জমিতে ঘর নির্মান করতে গিয়ে অবশেষে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত হলেন বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের এক সংখ্যালঘু পরিবার। এ ঘটনায় সঠিক বিচার দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় গৌরনদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ওই জমির ক্রেতা ও বিক্রেতা।
সংবাদ সম্মেলনে দেয়া লিখিত বক্তব্যে জমির ক্রেতা হরহর গ্রামের অনিল চন্দ্র দাসের পুত্র মনতোষ দাস বলেন একই গ্রামের মৃত হোসেন আলী প্যাদার পুত্র মোঃ মতিউর রহমান প্যাদা তার স্ত্রী ও সন্তানদের নামে ১৯৭৫ সালে উপজেলার এসএ জেএল ১৭৬ নং ও বিএস জেএল ৯৯ নং হরহর মৌজার, এসএ ১৪১ ও ২৬৮নং খতিয়ানের, এসএ ৬৬৮ নং দাগে ও বিএস ৩২৬নং খতিয়ানের ৮০০ নং দাগের ৫১ শতক জমি এসএ রেকর্ডিয় মালিক মনোহর ঘোষ, দ্বিজেন্দ্র নাথ ও দেবেন্দ্র নাথের কাছ থেকে ক্রয় করে রেকর্ড সংশোধন পূর্বক নিজ নাম ভূক্ত করেন। ওই জমি থেকে ২৮ শতাংশ জমি তিনি তার স্ত্রী ও সন্তানেরা চলতি বছরের ১৮ জুলাই রেজিষ্ট্রি দলিলমূলে ৪৫ লাখ টাকায় আমার কাছে বিক্রি করেন। জমিটি দলিল রেজিষ্ট্রির পর বিক্রেতা আমাকে জমির দখল বুঝিয়ে দিতে গেলে তার সহোদর মুজিবুর রহমান ও তার স্ত্রী শিক্ষক হাসিনা আক্তারসহ তাদের স্বজনরা বাঁধা প্রদান করেন। পরবর্তীতে বিক্রেতাসহ আমরা বাটাজোর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব হাওলাদারের কাছে বিচার দাবি করি। মুজিবুর রহমানের খামখেয়ালীপনার কারণে চেয়ারম্যান দুই দফা সালিশ বৈঠকের আয়োজন করেও কোন সুষ্ঠু সমাধান দিতে পারেন নি।
তিনি আরও বলেন, গত ২৫ সেপ্টেম্বর আমি ওই জমিতে ঘর তুলতে গেলে মুজিবুর রহমান আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার শুরু করে। এমনকি তিনি মুজিবুর রহমান ও তার স্ত্রী আমাকে মিথ্যে মামলায় জড়ানোরও হুমকি প্রদর্শন করে। গত ২৭ সেপ্টেম্বর আমি শ্রমিক নিয়ে ওই জমিতে ঘর তুলি। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে মুজিবুর রহমান ও তার সহযোগীরা স্থানীয় সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে ও তাদের সামনে কান্নাকাটির নাটক করে আমার বিরুদ্ধে সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক জমি দখলের বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশ করায়।
আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত সত্য ঘটনা উদঘাটন ও ন্যায় বিচারের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।