গৌরনদী (বরিশাল) সংবাদদাতাঃ
“শেখ হাসিনার বাংলাদেশ ঃ ক্ষুধা হবে নিরুদ্দেশ” শোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নে পলী রেশনিং কার্ডভোগী দুঃস্থ পরিবার প্রধানদের মধ্যে দশ টাকা মূল্যের চাল বিতরণের উদ্বোধণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটায় মাহিলাড়া বাজারে ইউনিয়নের ১১৮৭ জন সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধণ করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন, সহসভাপতি জালাল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, যুবলীগ নেতা শহিদুল ইসলাম, ইউপি সদস্য বাবুল রায়, মিজানুর রহমান, হাসান আল মামুন, হাবিবুর রহমান, শাহাদাৎ হাওলাদার, নুরআলম সরদার, রহিমা বেগম, কহিনুর আলম, হাসনে হেনা বেগম প্রমূখ।