গৌরনদী (বরিশাল) সংবাদদাতাঃ
দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ব্যবসায়ী বন্দর গৌরনদীর টরকী বন্দরের নবনির্বাচিত বনিক সমিতির সভা বুধবার রাতে বন্দরের মরহুম জামাল মুন্সীর গদিঘরে অনুষ্ঠিত হয়।
বনিক সমিতির সভাপতি এইচএম রাজু আহম্মেদ হারুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি ভজন কুন্ড, অমর কৃষ্ণ রায়, মশিউর রহমান সান্টু মুন্সী, এনায়েত হোসেন খান, অধীর চন্দ্র কর্মকার, সাধারন সম্পাদক ও পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বুলবুল দেওয়ান, সহ-সম্পাদক মোঃ মামুন মাঝি, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ মিয়া, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সদস্য যথাক্রমে উপজেলা পরিষদের নারী সদস্য ও পৌর কাউন্সিলর সেলিনা আক্তার, পৌর কাউন্সিলর কাজী তৌফিক ইসলাম স্বজল, পৌর কাউন্সিলর মোঃ খোকন সিকদার, হাসান মোহাম্মদ জাকি (রিপন), সুদেব মন্ডল প্রমুখ।
সভায় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)’র আর্শিবাদপুষ্ট ও নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কামিটর সাবেক সভাপতি, বনিক সমিতির সাধারন সম্পাদক বুলবুল দেওয়ান বন্দরের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থে সভায় ১৪টি প্রস্তাব পেশ করেন। তার মধ্যে সর্বসম্মতিক্রমে ১২ টি প্রস্তাব গ্রহীত হয়।