আব্দুল সাত্তার টিটু চট্টগ্রাম ব্যুরোচীফঃ
চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায় নির্মান সামগ্রী বহনকারী ট্রাক আটকিয়ে চাঁদা আদায়কালে ০২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। গ্রেপ্তাররা হল- উপজেলার আলীপুর গ্রামের মৃত মো. ইউনুসের ছেলে মো. শামসু (২৪) ও একই এলাকার মৃত আলী আহম্মদের ছেলে মো. মাসুদ (২৫)।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) হাটহাজারীর আলিপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, এলাকার চিহিৃত চাঁদাবাজ শামসু ও তার সহযোগীরা ভুক্তভোগীর নিকট ঘর নির্মাণের অনুমতি বাবদ ১০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং ভুক্তভোগী ফজিলিতুন নাহার রিপা বেগমকে চাঁদা না দিলে বসত বাড়ীতে বালি ভরাট করতে দিবে না মর্মে হুমকী প্রধান করে । ভুক্তভোগী বাধ্য হয়ে চাঁদাবাজ শামসু’কে ১০ হাজার টাকা প্রধান করেন এবং তার বসত বাড়ীতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ শুরু করেন ।ফুজিলিতুন নাহার রিপা তার বসত বাড়ীতে বালি ভরাট করা জন্য ০২টি ট্রাকে বালি নিয়ে তার নির্মাণাধীন বাড়ীর সামনে পৌছালে একটি ট্রাক বালি আনলোড করে অপর ট্রাক আনলোড করা সময় চিহিৃত চাঁদাবাজ শামসু ও তার সহযোগীরা বালি আনলোড করতে বাধা প্রধান করে এবং ভুক্তভোগী ফুজিলিতুন নাহার রিপা’র নিকট আরো ৫০ হাজার টাকা চাঁদাদাবী করে। পরবর্তীতে ভুক্তভোগী ফুজিলিতুন নাহার রিপা র্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে অভিযুক্ত চাঁদাবাজ শামসু ও মাসুদকে গ্রেফতার করে র্যাব-৭, চট্টগ্রাম।