বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম থেকে
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা এলাকা থেকে অপহৃত শিশু মো. শরীফ হোসেনকে (১০) অপহরণের দশদিন পর হালিশহর এলাকা থেকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত স্বামী-স্ত্রীসহ তিন অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে হালিশহর খাদ্য গুদাম এলাকার একটি সরকারি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে সিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অপহৃত শরীফ খুলশী থানার বাটালি হিল এলাকার শাহ আলমের ছেলে। আটকরা হলেন মো. আনোয়ার হোসেন (৩২) এবং তার দুই স্ত্রী বিথী আক্তার (২২) ও ফারজানা বেগম (২২)।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রাজেশ বড়ুয়া বলেন, গত ১৯ ফেব্রুয়ারি আটক আনোয়ার শরীফকে কৌশলে ডেকে নিয়ে আটকে রাখে। পরে তার বাবা শাহ আলমের কাছ থেকে ২০ হাজার টাকা ‘মুক্তিপণ’ নেয়। মুক্তিপণ দেয়ার পরও তাকে ফেরত না দেয়ায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি করেন। পরে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে শরীফকে উদ্ধার করা হয়।