বিশেষ প্রতিনিধ: চট্রগ্রাম থেকে
চট্টগ্রামট মহানগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ বড় পুকুর পাড় এলাকায় দুর সম্পর্কের ভাগিনা রাসেলের ছুরিকাঘাতে খুন হয়েছেন জুলি আক্তার (১৮) নামে এক কিশোরী।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে পুকুর পাড় হাসান শাহ মাজার গলিতে এ ঘটনা ঘটেছে। জুলিকে হত্যার পর রাসের নিজেকে নিজে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায় বলে পুলিশ জানায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় (আটক) চিকিৎসা দেয়া হচ্ছে।
জানাগেছে- ঈদগাঁ বারো কোয়ার্টার এলাকার জামাল মিস্ত্রির সাথে আগামী ১৯ মার্চ জুলির বিয়ে হওয়ার কথা ছিল। তার আগেই খুন হয় জুলি।
নিহত কিশোরী জুলি আক্তার হাসান শাহ মাজার গলির লেদু মিস্ত্রীর বাড়ির মৃত আমীর হোসেন মেয়ে। হত্যাকারী রাসেলের বাড়ি সাতকানিয়া উপজেলায় বাজালিয়া এলাকায়। তার পিতার নাম মাহবুত আলী।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কি কারণে রাসের জুলিকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছে তা জানা যায়নি বলে জানান ওসি।
স্থানীয় একাধিক সুত্র জানায়, ৩ দিন আগে রাসেল জুলিদের বাসায় বেড়াতে আসে। রাসেল জুলির দুর সম্পর্কের ভাগিনা হয়।
গতকাল রাতে জুলির পরিবারের সদস্যরা একজন রোগী দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যায়। বাসায় জুলি ও রাসেল একা ছিল।
এলাকাবাসীর ধারণা জুলিকে বাসায় একা পেয়ে হয়তো রাসেল ধর্ষণের চেষ্টা চালায়। এতে বাধা পেয়ে হত্যা করেছে। এবং ধস্তাধস্তিতে রাসেল আহত হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের চেষ্টা চলছে বলে জানায় হালিশহর থানা পুলিশ।