বিশেষ প্রতিনিধিঃ চট্রগ্রাম থেকে
চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানা পুলিশ অভিযান চালিয়ে ২৩ হাজার ইয়াবা উদ্ধার এবং ইয়াবা পাচারের সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ একটি নোহা মাইক্রোবাসও জব্দ করেছে।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা মো. শাহাবুদ্দিন (৩৪), বাড়ি বি-বাড়িয়া কুমিল্লা, মো. রুবেল (২৮) বি- বাড়িয়া, মো. জসিম উদ্দিন সাগর (৪০), দেবব্রত চক্রবর্তি (৪৮) বাড়ি ফটিকছড়ি চট্টগ্রাম। মো. আরিফুর রহমান (৩৪) চৌদ্দগ্রাম কুমিল্লা ও মো. এনাম (২৯) কক্সবাজার টেকনাফ।
গতকাল শনিবার রাত ১১টা থেকে আজ সোমবার ভোর পর্যন্ত নগরী বায়োজিদ এলাকা ও ডবলমুরিং থানার ঈদগাঁ বউ বাজার এবং রঙ্গিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বায়েজিদ থানা পুলিশ এই ইয়াবা পাচারকারী চক্রকে গ্রেফতার করেছে বলে জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।