আব্দুল সাত্তার টিটু, চট্টগ্রাম ব্যুরো
খুলশী থানাধীন ফয়সলেকস্থ রূপসী বাংলা নামক হোটেলে ফয়সলেক এলাকার হোটেল সমূহে অসাধু কিছু লোকজন অনৈতিক কার্যকলাপের সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হন চট্টগ্রামের স্থানীয় এক দৈনিক পত্রিকার সাংবাদিক নুরুল আজম ।
৮ মে সোমবার খুলশী থানাধীন ফয়সলেকস্থ রূপসী বাংলা নামক হোটেলের সামনে পাকা রাস্তার উপর এই ঘটনা ঘটে। এই ঘটনায় নগরীর খুলশী থানায় একটি মামলা যাহার নং ১১- ৯/৫/২০২৩ দায়ের করা হয়।
মামলার আসামিগণ হলেন, ১। হাশেম (২৫), ২। মোঃ আনোয়ার হোসেন (৪২), ৩। আবছার (৩৮), ৪। রবিন (২৫), ৫। বাবলা (২৫), ৬ । নাঈম (২৫), ৭। সোহাগ (২৭), ৮। হাসান (২৮), ৯ । মোঃ খোকন (৩৯), ১০। মোঃ জাফর উদ্দিন (২৮), ১১। ফয়সাল ইসলাম ডিপজল (১৮), ১২। রাজিব হোসেন সহ আরো ১০/১২ জনকে অজ্ঞাত করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, খুলশী থানাধীন ফয়সলেকস্থ রূপসী বাংলা নামক হোটেলের সামনে পাকা রাস্তার উপর পৌঁছিয়া আমার সাথে থাকা ক্যামেরা দ্বারা রূপসী বাংলা নামক হোটেলের স্থির চিত্র ধারণ করি। তখন ১নং থেকে ১২ নং আসামিদের নেতৃত্বে সংবাদ পেয়ে হাতে লোহার রড ও লাঠিশোটা নিয়ে বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া আমাদের উপর আক্রমন করে। তাদের হাতে থাকা লোহার রড দ্বারা আমার হাতে থাকা ০১টি ক্যানন মডেলের ক্যামেরা ভাংচুর করে, ৭০,০০০/- (সত্তর হাজার) টাকার ক্ষতিসাধন করে এবং ক্যামেরায় ব্যবহৃত লেন্স, মূল্য অনুমান-৪৫,০০০/- (পঁয়তাল্লিশ হাজার) টাকা নিয়ে যায়। ২নং বিবাদী আমার প্যান্টের ডান পকেটে থাকা নগদ ১,৬০০/- (এক হাজার ছয়শত) টাকা নিয়ে যায়। ৩নং বিবাদী আমার সঙ্গীয় মোঃ শাকিল এর প্যান্টের ডান পকেটে থাকা ০১টি এমআই মডেলের মোবাইল সেট, মূল্য-২৬,০০০/- (ছাব্বিশ হাজার), ০১টি নেক ব্র্যান্ড হেডফোন, মূল্য ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা নিয়ে যায়। উপরোক্ত ৯, ১০, ১১ ও ১২ নং বিবাদীগণ সহ তাহাদের সহযোগি অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদীদের হাতে থাকা লাঠিশোটা দ্বারা আমার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ী ভাবে মারধর করিয়া নিলাফুলা জখম করে। আমাদের শোরচিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগণ আমাদেরকে প্রান নাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহায়তায় আমি ও আমার সঙ্গীয় মোঃ শাকিল দ্বয় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাই। তথায় কর্তব্যরত ডাক্তার রেজিঃ নং-১৬৫৮১৮, তারিখ-০৮/০৫/২০২৩ ইং মূলে আমাকে এবং রেজিঃ নং-১৭০৫২২, তারিখ-০৮/০৫/২০২৩ ইং মূলে মোঃ শাকিল’কে চিকিৎসা প্রদান করেন।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সন্তোষ চাকমা জানান,থানা পুলিশ বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেন। প্রকৃত আসামিদেরকে আশেপাশে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *