কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম অফিস:
চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গন নজরুল স্কয়ার মঞ্চে ২৬তম অমর একুশে বইমেলা আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ৯ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকালে নগরীর পল্টন রোডস্থ সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় সবার সম্মতিতে সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেনকে প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক, কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, শহীদ জয়া লেখক বেগম মুশতারী শফি, প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, সমাজবিজ্ঞানী ড. গাজী সালেহ উদ্দিন, সাংস্কৃতিক সংগঠন অরুণ চন্দ্র বনিককে উপদেষ্টা করে, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান, খুলশী ক্লাব চট্টগ্রামের সভাপতি ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষক নিয়াজ মোর্শেদ এলিটকে মহাসচিব করে ৩০১ সদস্য বিশিষ্ট একুশ মেলা উদযাপন পরিষদ ২০১৮ কমিটি গঠন করা হয়। আগামী ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ৯ দিনব্যাপী ২৬তম একুশে বইমেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে একুশের মঞ্চে উদ্দীপনামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বায়ান্নোর ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঘটনা নিয়ে স্মৃতিচারণ মূলক অনুষ্ঠান হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *