কামরুল ইসলাম হৃদয়, চট্টগ্রাম অফিস:
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সাগরিকা বিসিক এলাকায় মাসুদ এ্যান্ড ব্রাদার্স নামে একটি চালের গুদামে অভিযান চালিয়ে ৮০ হাজার বস্তা চাল জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ১ মাসের বেশি সময় ধরে চাল মজুত রাখার অপরাধে চালের গুদামটি সীলগালা করে দিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজারকে আটক করা হয়েছে। আটক ম্যানেজানের নাম মোহাম্মদ তারেক। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুরাদ আলীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুরাদ আলী জানান, ‘নিয়ম ভেঙে চালের ওই বস্তাগুলো গুদামে মজুদ করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা আজ দুপুরে অভিযান চালিয়ে তা জব্দ করি। জব্দ চালের বস্তাগুলো মাসুদ এ্যান্ড ব্রাদার্সের। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ প্রসঙ্গত: অতিরিক্ত চাল মজুদ ও অযৌক্তিকভাবে চালের মজুর বৃদ্ধির বিরুদ্ধে গত ৩দিন ধরে চট্টগ্রাম জেলা প্রশাসন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছে।