SAMSUNG CAMERA PICTURES
SAMSUNG CAMERA PICTURES

কামরুল ইসলাম হৃদয়,ব্যুরো প্রধান চট্টগ্রাম.

সৃজনশীল তারুণ্যের প্রিয় সংগঠন চট্টগ্রাম তরুণ লেখক সংসদের নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা শুক্রবার বিকেলে চেরাগী পাহাড়স্থ চিটাগাং টুডে অফিসে সংগঠনের সভাপতি রাজীব রাহুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমরান এমির পরিচালনায় অনুষ্ঠিত হয়। আড্ডার শুরুতে প্রয়াত কবি রফিক আজাদ ও অরুণ সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সংগঠনের যুগ্ম সম্পাদক আজম তাহেরীর স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত আড্ডায় স্বরচিত লেখা পাঠ করেন মোস্তাফা হায়দার, নাছির হাসান, নূরনাহার নিপা, শহিদুল আলীম, মাহমুদ হাসান, মুহাম্মদ মাঈনউদ্দীন, মুনাজ উর রহমান, বিটুল দেব, অনন্ত পাল, মোল্লা আল আমিন, আজম তাহেরী, রণি চক্রবর্তী, মুহা. খালেদ সাইফুল্লাহ প্রমুখ। এতে অনুভূতি প্রকাশ করেন সাংবাদিক-লেখক কামরুল ইসলাম হৃদয়। লেখা আলোচনায় অংশগ্রহন করেন ছড়াকার আরকানুল ইসলাম, কথাসাহিত্যিক আরমানউজ্জামান, কবি আল জাবিরী, প্রাবন্ধিক-গল্পকার ইলিয়াস বাবর প্রমুখ।

সংগঠনের সভাপতি কবি রাজীব রাহুল এর সমাপনি বক্তব্যের মাধ্যমে সাহিত্য আড্ডার সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *