ব্যুরো চিফ চট্টগ্রাম
সার্ক ভুক্ত ৮ টি দেশ নিয়ে গঠিত, দক্ষিন এশিয়ার সর্ব বৃহৎ মানবাধিকার সংগঠন,
বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানীয় ও জাতীয় নির্বাচন মনিটরিং ফোরামের নেতৃত্ব দানকারী এবং দুস্ত অসহায়দের মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হিসেবে আলোচিত সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন (সার্ক হিউম্যান রায়টস ফাউন্ডেশন) এর সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক মোঃ শাহজাহান।

২৩ আগস্ট (মঙ্গলবার) “সার্ক মানবাধিকার ফাউন্ডেশন” এর মহাসচিব মাওলানা মোহাম্মদ আবেদ আলী ও “সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ” কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচারপতি “ছিদ্দিকুর রহমান মিয়া’র সাক্ষরিত আদেশে ডাঃ মোহাম্মদ শফিউল আজম’কে সভাপতি ও লায়ন মোঃ আবু নাসের রনি’কে সাধারণ সম্পাদক এবং মোঃ শাহজাহান’কে যুগ্ন সাধারন সম্পাদক করে উক্ত কমিটি ঘোষনা করা হয়।

মোঃ শাহজাহান একাধারে মহানগর জাতীয় শ্রমিকলীগের চান্দগাঁও থানা শাখার সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ, কালুরঘাট শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এসময় তিনি গার্মেন্টস শ্রমিক সহ কর্মচারীদের বেশ কয়েকটি আন্দোলনে তাদের স্বার্থ হাসিলে কথা বলে বেশ আলোচনায় আসেন।

মোঃ শাহজাহান বলেন, আমি অসহায় মানুষ ও শ্রমজীবিদের অধিকার আদায়ে কাজ করি। এতে দিন শেষে ২ টা জিনিস নিয়ে আমায় ঘরে আসতে হয় ১। অসহায়দের ভালোবাসা আর ২। ক্ষমতাবানদের শত্রুতা। আমি কারো রক্ত চক্ষুকে ভয় করি না। আমি প্রবাসের লক্ষ লক্ষ টাকার ব্যবসা আরাম আয়েসের জীবন ত্যাগ করে এসেছি অসহায়দের পাশে দাড়াতে। আমার সব সহায় সম্বল ত্যাগ করে হলেও শেষ পর্যন্ত লড়ে যাবো। এ সময় তিনি আরো বলেন, আমি বিশেষ করে ধন্যবাদ জানাই সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব মাওলানা মোহাম্মদ আবেদ আলী’কে। তার আমার প্রতি বিশ্বাস ও ভালোবাসায় আমি এই গুরুত্বপূর্ণ কমিটির একজন হতে পেরেছি। আমি তার নেতৃত্বে আমার কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

এদিকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটিতে মোঃ শাহজাহান’কে মনোনীত করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোহরার সাধারণ জনগন ও শ্রমজীবিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *