আব্দুল সাত্তার চট্টগ্রাম
গত ৩০শে মে চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় নগরীর কিং অফ চিটাগাং কমিউনিটি সেন্টারে।সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ,সেক্রেটারি মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম।এছাড়াও মহানগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সেক্রেটারি আ.জ.ম নাসির উদ্দিন,শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল,এম এ লতিফ এমপি,সিডিএ চেয়ারম্যান জহরুল আলম দোভাষ সহ শীর্ষ আওয়ামী লীগ ও মহানগর যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সম্মেলনে চট্টগ্রাম মহানগর যুবলীগের একটি ব্যাতিক্রমি উদ্যেগ ছিল “প্রাথমিক চিকিৎসা ক্যাম্প”। সম্মেলনে আসা প্রায় সাড়ে তিনশ নেতাকর্মী প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহন করেন।এই প্রাথমিক চিকিৎসা ক্যাম্পের নেতৃত্ব দেন করোনাকালীন কেন্দ্রীয় যুবলীগের টেলিমেডিসিন টিমের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মহানগর যুবলীগ নেতা ডা.বাবর চৌধুরী বাবু ও ডাঃ রাকিব উদ্দিন।ডাঃ বাবর চৌধুরী বাবু ও ডাঃ রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে এই ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ডা.ফৌজিয়া আফরোজ,ডা.ইমতিয়াজ উদ্দিন নাহিদ,ডা.শহীদ রেজা রাব্বি,ডা.সাদ বিন বাহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *