চট্টগ্রাম অফিস: মেট্রোপলিটন সায়েন্স কলেজ চট্টগ্রামের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠান গত বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ প্রফেসর মৃদুল কান্তি দাশ’র সভাপতিত্বে ও কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক মুহাম্মদ আনওয়ারুল করিম’র সঞ্চালনায় কলেজ প্রাঙ্গনে অনুষ্টিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.আবুল হাসান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর মমতাজ উদ্দিন কাদেরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে শাহজাদা মাওলানা মুনিরুল মান্নান মাদানী, অধ্যক্ষ মাওলানা সোলাইমান কাসেমী, ব্যাংকার নাজিম উদ্দিন, প্রফেসর মো.আব্দুল আজিজ, প্রফেসর নুর মোহাম্মদ ইমন, প্রফেসর আসাদ উল্লাহ আদিল, প্রফেসর মনসুর আলী, অধ্যক্ষ আবু তাহের, সাংবাদিক মহিউদ্দিন ওসমানী, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, ব্যাংকার মিজানুর রহমান, সাংবাদিক মসরুর জুনাইদ, সাংবাদিক কামরুল ইসলাম হৃদয়, মুহাম্মদ জমির উদ্দিন, নুরুল আনোয়ার মুন্না, ফজলে আনোয়ার, প্রধান শিক্ষক আব্দুস সবুর, অধ্যাপক আলমগীর, অধ্যাপক টি,এম ওমর ফারুক রুবেল, মাহমুদুল করিম, আলী শামিম, সাইফুল ইসলাম, সৈয়দ আহমদ, মো.রাসেল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো.আবুল হাসান বলেন, রমজান হলো তাকওয়া অর্জনের মাস। রমজান আমাদেরকে আতœসংযমী হতে শেখায়। রমজানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা যাতে পুরো ১২টি মাস অতিবাহিত করতে পারি। যাতে করে আমরা সারা জীবন আল্লাহর রহমতে থাকতে পারি।