বিশেষ প্রতিনিধিঃ চট্রগ্রাম থেকে
চট্রগ্রাম মহানগর ইপিজেড এলাকায় মামুন মাঝি (৩০) কে গত ০৯/০২/২০১৭ ইং অাকমল অালী রোড, জেলেপাড়া ঘাট,থানা, ইপিজেড এলাকায় অপহরন, টাকা ছিন্তাই, মালামাল লুটের এ ঘটনা ঘটে।
বিবরনে প্রকাশ মামুন গভীর সাগরে অবস্হানরত সার বোঝাই জাহাজের সার অানলোড করার নিমিত্তে ঘটনার দিন গত ০৯/০২/২০১৭ ইং তারিখে সকাল ১০ ঘটিকার সময় ২২ জন লেবার রাইডার জাহাজে তুলিয়া দিয়া ৩৯ জন লেবারসহ ১৫ দিনের খানাখাদ্য খরিদ করিয়া কিছু লেবার ঘাটে পৌছাতে দেরী হওয়ায় বোটে অাসার জন্য
বা পৌছার জন্য বোট বাড়া করিয়া অপেক্ষা করা কালীন সগির মাঝি মালামাল অানতে দেখে মামিনকে অখথ্য ভাষায় গালাগাল করিতে থাকে এবং শফি মাঝিকে মামুনের অবস্হান জানাইয়া ফোন করিলে শফি মাঝির
নির্দেশে ইলিয়াছ মাঝি ৪/৫ জন অজ্ঞাতনামা লোকজন নিয়া ঘটনাস্হলে অাসিয়া জড়ো হওয়া লেবারদের ভয়ভীতি দেখাইয়া তারাইয়া দেয়। এবংইলিয়াছ মাঝি
অতর্কিতে কেওড়া কাচা লাঠি দিয়া এলোপাথাড়ি পিটাইতে থাকে। এতে মামুনের হাতে পায়ে পিঠে উরুতেড় মারাত্নক
কাটাফাটা থেতলানো জখম হইয়া মাটিতে বসিয় পড়িলে
মোঃ কামাল সার্টের পকেট থেকে নোকিয়া মোবাইল সেট
যাহার সিম নং০১৭৮৫২৯২৭৪০/০১৯৫৬২৬৭০৮২ কাড়িয়া নেয়,নান্না/ মোতালেব/ কামাল এবয অজ্ঞাতনামা লোকজন রা রান্নার জন্য নেয়া ৬ টি গ্যাসভর্তি সিলিন্ডার এবং খাদ্যসামগ্রী মূল্য প্রায় ৮০.০০০/ টাকা লুটপাট করিতে থাকে
,ও ইলিয়াছ মাঝি প্যান্টের গোপন পকেটে লেবারের অগ্রিম বেতন বাবদ রাখা ২.২৫.০০০/ দুই লক্ষ পচিশ হাজার টাকা এবং সামনের ডান পকেট থেকে ৪.৫০০/ চার হাজার পাচশত টাকা ছিনাইয়া নিয়া ইলিয়াছ মাঝি ও সগির মাঝি
সহ অজ্ঞাতনামা ২ জন মামুনের সার্টের কলার ধরিয়া টানিয় ছেচড়াইয়া এবংধাক্কাইয়া একটি সিএনজিতে তুলিয়া
ইলিয়াছ মাঝি ও সগির মাঝি পিছানের সীটে মামুনের দুই
পাশে এবং অজ্ঞাতনামা দুইজন চালকের দুই পাশে বসিয়া জোরপূর্ব্বক অস্রের ভয় দেখাইয়া অপহরন করিয়া নেভি হাসপাতাল গেটের পার্শ্ববর্তী একটি টিনসেট ঘরে ঢুকাইয়া
মামুনকে হত্যার উদ্দেশ্য বেদম মারপিট করিতে থাকে।
ও সগির মাঝির লাঠির অাঘাত মাথায় লাগিয়া মাটিতে লুটাইয়া অজ্ঞান হইয়া পড়িলে সন্ত্রাসিরা মামুনকে মৃত
ভাবিয়া বাইরে থেকে তালা লাগাইয়া চলিয়া যায়।
সন্ধ্যার সময় মামুনের জ্ঞান ফিরিলে অন্ধকার দেখিতে পাইয়া সামনের দরজায় তালা দেখতে পান।
এবং মামুন পিছানের দরজায় তালা না থাকায় মামুন
সিটকিনি খুলিয়া কোন রকম নিজেকে মূক্ত করিয়া মামুনের অাত্নীয় বাবুল শেখের সাহায্য নিয়া স্হানিয় ডাক্তারের চেম্বারে চিকিৎসার জন্য নিলে পূনরায় মাথা ঘুরাইয়া পড়িয়া গিয়া রক্তবমি করিয়া অজ্ঞান হইয়া গেলে
ডাক্তার তাৎক্ষণিকভাবে জরুরীভিত্তিতে ভর্তি করানোর জন্য চ,মে,ক হাসপাতালে পাঠাইলে ওয়ার্ড নং ২৮, নিউরোসার্জারী বিভাগে বেড নং৫৭/এ ভর্তি করান।
০৯/০২/২০১৭ থেকে ১৪/০২/২০১৭ ইং তারিখ চিকাৎসা শেষে মামুন কিছুটা সুস্হ্য হলে বাসায় অাসিয়া স্হানিয়
গন্যমান্য ব্যাক্তিদের বিষয়টি অবগত করান।
শফি মাঝি, ইলিয়াছ মাঝি ও সগির মাঝি এরা মাঝির
অাড়ালে সন্ত্রাসী, চ্ররি, ছিন্তাই এবং নিরীহ লোকজসধের
অস্রের মূখে জিম্মি করিয়া টাকা করি কাড়িয়া নেওয়াই তাহাদের পেশা ও নেসা। মামুন নিজের নিরাপত্তার কথা চিন্তা করে সন্ত্রাসীদের বিরুদ্ধে মাননীয়, মেট্রোপলিটন
ম্যাজিষ্ট্রেট সিইপিজেড থানার অামলি অাদালত, চট্রগ্রাম।
এর বরাবর ধারা, ৩২৩/৩২৪/৩৭৯/৩০৭/৩৬৫/৫০৬/৩৪
দন্ডবিধি মোতাবক ফৌজদারী অভিযোগ দায়ের করিলে
বিজ্ঞবিচারক অভিযোগ খানা যার স্বারক নং০৮/১৭
তারিখ ২৬/০২/২০১৭ ইং সরাসরী এজাহার হিসেবে
গ্রহন করার জন্য সংশিলিস্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে
নির্দেশ দিয়েছেন।