রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
উপজেলার ৬নং চর শৌলমারী ইউনিয়নের হামেদ মোড় থেকে পশ্চিম পাশে সংযোগ সড়কের ব্রীজটি ভেঙ্গে গেছে দ্বিতীয় দফা বন্যায়।

চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে আসেপাশে ১০ গ্রামের (পশ্চিম পাশেঃ সুখের বাতি, সুখের চর, ঘুঘুমারী, চর ঘুঘুমারী, গেন্দার আলগা, চর সোনাপুর, পুর্ব পাশেঃ চর শৌলমারী, সোনাপুর, পাখিউড়া) মানুষের। ভাঙ্গা ব্রীজ দিয়ে চলাচলের জন্য পাশেই নির্মাণ করা হয়েছে অস্থায়ী বাসের সেতু। যা শুধু মানুষ চলাচল জন্য ব্যবহার করা হচ্ছে। সাইকেল,মোটর সাইকেল, বা ভারি কোন যানবাহন চলাচলের কোন ব্যাবস্থা নেই।

শুক্রবার ২৪ জুলাই ২০২০ ঘুঘুমারী থেকে চর শৌলমারী বাজারের উদ্দেশ্যে আসা একটি নৌকা হাজার টাকার পাঁকা কলা ও যাত্রী সহ পানিতে তলিয়ে যায়। শেষ পর্যন্ত নৌকা ও যাত্রীদের উদ্ধার কবা সম্ভব হলেও পাঁকা কলাসহ নৌকার অন্যান্ন সরঞ্জাম হারিয়ে যায় পানিতে।

উল্লেখিত ব্রীজটি বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সেতু/কালভার্টে নির্মাণ প্রকল্প ২০১৬-১৭ অর্থ বছরে ৬০ ফিট দৈর্ঘের সেতুটি ৫৪,০৪,৬৫০ টাকা ব্যায়ে তৈরি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *