ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ, র্যাব-৫ ক্যাম্পের একটি দল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গ্রামে অভিযান পরিচালনা করে ১ লাখ ৩২ হাজার পিস ভারতীয় তৈরি বিড়ি ও ২ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাঙ্গামী গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে বেনজির আহম্মেদ (৫০), একই উপজেলার দৌলতপুর ইউনিয়নের পিয়ালীমারী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মজিবুর রহমান (৫৮) ও বিনোদপুর ইউনিয়নের চামাটোলা গ্রামের মৃত সলিমুদ্দিনের ছেলে আলাউদ্দিন (৬০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রপ্তারকৃত মাদক চোরাকারবারী ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা ও চোরাকারবারির সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এদুটি ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়।