ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক অফিসে প্রিন্টিং মেশিন অকেজ হওয়ার অজুহাত দেখিয়ে পাসপোর্ট সরবরাহে কালক্ষেপন করায় পাসপোর্টধারীর চরম দূর্ভোগের শিকার হচ্ছে। অনেক ব্যক্তি অসুস্থ্য। তারা চিকিৎসা নিতে ভারত যাবে। দ্রুত পাসপোর্ট করে ভিসা নিয়ে ভারত যাবে। কেউ ব্যবসার জন্য দেশের বাইরে যাবেন। কেউ বা বিভিন্ন প্রয়োজনে দেশের বাইরে যাওয়ার জন্য জরুরী পাসপোর্ট প্রয়োজন। কিন্ত প্রয়োজন যতই থাক পাসপোর্ট পেতে অপেক্ষার দিনগুন্তে গিয়ে অসুস্থ্য মানুষকে মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে। ভোলাহাট উপজেলার তেলীপাড়া গ্রামের কলিমুদ্দিন বিশ্বাসের ছেলে গোলাম কবির গত ২৬ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক অফিসে পাসপোর্ট করার জন্য গেলে সব প্রত্রিয়া শেষে ১৭ ডিসেম্বর পাসপোর্ট সরবরাহের তারিখ দেয়া হয়।এস তারিখে পাসপোর্ট নিতে গেলে দায়িত্বরত কর্মচারীরা পাসপোর্ট প্রিন্ট প্রসেসিংএ আছে বলে ফেরৎ পাঠান। পরে আবার ২৮ ডিসেম্বর পাসপোর্ট নিতে গেলে একই কথা বলে ফিরিয়ে দেন। অপরদিকে একই উপজেলার আলীসাহাসপুর গ্রামের মৃতঃ শাহজাহান আলী মাষ্টারের ছেলে শাহ কবির ২৭ নভেম্বর পানপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করলে তাকে পাসপোর্ট ২১ ডিসেম্বর সরবরাহের তারিখ দেয়া হয়। কিন্তু সেও পাসপোর্ট দীর্ঘ দেড় মাসেও পাচ্ছেন না। এদিকে ৬৯৬৯ নম্বরে ম্যাসেজ করেও পাসপোর্টের কোন ফিরতি ম্যাসেজ আসছে না। এমন দূর্ভোগের শিকার চাঁপাইনবাবগঞ্জ জেলার অনেকে পাসপোর্টধারীরা। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালকের মানিক চন্দ্র দেবনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাসপোর্ট প্রিন্টিং মেশিন নষ্ট হয়ে যাওয়ায় পাসপোর্ট সরবরাহে দেরী হচ্ছে।