মারুফ সরকার, ঢাকা : ২৩ শে এপ্রিল শনিবার ২০২২ ইং তারিখে ঢাকায় এক ঘরোয়া আয়োজনের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। কুইজ প্রতিযোগিতায় ১৬০ জন অংশগ্রহণকারীর মধ্যে সর্বোচ্চ স্কোরার জিতেছেন ঢাকা – কক্সবাজার-ঢাকা এয়ার টিকেট, বাফেট লাঞ্চ, ও গিফট হ্যাম্পার।
উপস্থিত ছিলেন সিবিএফসির প্রেসিডেন্ট গুও পেই লিন পিটার, উপদেষ্টা ক্যাপ্টেন। আব্দুল জব্বার, সহ-সভাপতি মোহাম্মদ কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক চেন কুই হুয়া রোজানা, সাংগঠনিক সম্পাদক ড. এসএমএফ মুনিম, এবং সমাজ কল্যাণ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স। অনলাইনের মাধ্যমে এই অনুষ্ঠানের সাথে সংযুক্ত ছিলেন সাধারণ সম্পাদক ড. ফখরুল ইসলাম বাবু।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি শেষে উপস্থিত অতিথি ও বিজয়ীদের সম্মানে ইফতার পার্টির আয়োজন করেন সহ-সভাপতি জনাব মোহাম্মদ কামরুল হাসান।