চিতলমারী উপজেলা প্রতিনিধি; সঞ্জীত ডাকুয়া:
বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানী লিমিটেডের (বিটিসিএল) অফিসের সামনে বাবলা গাছ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় মোঃ সুমন শেখ (৩২) নামে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ ও বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা।স্থানীয় সূত্রে জানা যায়, সুমন শেখ খুলনার সোনাডাঙ্গা থানার বাদলবাড়ি রোডের গোলাম রসুলের ছেলে। সে চিতলমারী রাস্তার উন্নয়ন কাজে নিয়োজিত রোলারের হেলপার ছিল ।এ ব্যাপারে জানতে চাইলে, চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল হক জানান, সকাল ৭ টার দিকে বিটিসিএল অফিস চত্বরের বাবলা গাছে এক যুবকের মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট প্রেরণ করেন। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন চিতলমারী থানা পুলিশ কর্মকর্তা।