মারুফ সরকার ,বিশেষ প্রতিনিধি :
মাহি কথাচিত্র প্রযোজিত ও আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসেছে পড়ার টেবিলের’ ছবির শুটিং শুরু হয়েছে। ২১ তারিখ সকাল থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হয় । এ ছবিতে প্রথমবারের মতো অভিনয় করছেন চিত্রনায়ক আশিক চৌধুরী ও শাহ হুমায়রা সুবাহ। এটি তাদের প্রথম জুটি।
এ ছবির প্রসঙ্গে সুবাহ বলেন, ‘ছবিতে আমাকে দেখা যাবে স্কুল পড়ুয়া ফাঁকিবাজ একটা মেয়ে। পড়ালেখা না করে ফাঁকি দেয়। একটা পর্যায়ে পড়ায় মন বসে। রোমান্টিক গল্পে নির্মিত হচ্ছে ছবিটি। রিয়াজ-শাবনূর জুটির ‘মন বসে না পড়ার টেবিলে’র দৃশ্য বলা যেতে পারে। গল্পটি শুনে ভালো লেগেছে। দর্শকের পছন্দ হবে।’
আশিক বলেন, ‘ছবিতে শিক্ষকের চরিত্রে অভিনয় করব। লেখাপড়ার জন্য ঢাকায় এসে টিউশন করি। ছবির নায়িকা সুবাহ পড়ালেখায় খুবই দুর্বল পাশ করানোর দায়িত্ব আসে আমার উপর। এমনই একটি মজার গল্প নিয়ে ছবিটি।