এশিয়ান নিউজঃ
জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি দেশব্যাপী একাডেমীক ও সহশিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে এরেই ধারাবাহিকতায় দেশব্যাপি চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ন্যাটার অ্যাটলাস অফ হিউম্যান এনাটমি থেকে আর্টেরিস টু ব্রেইন এন্ড মেনিনজেস আর্ট করে প্রথম স্থান অর্জন করেছে রিমি। মাবিয়া আফরিন রিমি স্বপ্নিল আবাস, গোলটেক,বারনটেক,ঢাকা ক্যান্ট এলাকার ওয়ারেন্ট অফিসার মাহাবুবুর রহমান ও মোছাঃ বিলকিছ বানুর মেয়ে এবং মাকস মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। দেশব্যাপি চিত্রাঙ্কন প্রতিযোগীতায় প্রথম স্থান দখল করায় রিমিকে পুরুস্কার ও সার্টিফিকেট প্রদান করেন জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পরিচালক। রিমি নিখুঁত ভাবে আর্ট করায় এবং প্রথম স্থান অর্জন করায় তাকে উষ্ম অভিনন্দন জানিয়েছেন অনেকে।