এস.এম.রকিঃ শীতের তীব্রতা কমতে শুরু করলেও শীতবস্ত্র বিতরণের ধারাবাহিকতায় দিনাজপুরের চিরিরবন্দরে দরিদ্র শীতার্তদের পাশে স্বাধীনতা পদক প্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে এবি ফাউন্ডেশনের আয়োজনে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের পুরান বিন্যাকুড়ি দারুস সালাম আলিম মাদ্রাসা মাঠে দেড় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন এবি ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত রায়, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আলী মন্ডল, খানসামা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দিলীপ বিশ্বাস, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন।
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন বলেন, সারাদেশে শীতের তীব্রতা কমতে শুরু করলেও উত্তরাঞ্চলে শীতের মাত্রা এখনও আছে। এইজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রেখেছি।