মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে পুনট্রি ইউনিয়নের আত্রাই নদীর উপর পূর্ব মোহনপুর রাবার ড্যামের ব্রীজের নীচে দুই”শ মিটারের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৬ টায় মোহনপুর রাবার ড্যামের ব্রীজের নীচে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোটের মাধ্যমে কোতয়ালী সদর উপজেলার ড্রেজার মেশিন মালিক মেহেদী হাসানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী । এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো: মেজবাউল করিম উপস্থিত ছিলেন।